গুগলের উড়ুক্কু গাড়ি

উড়ুক্কু গাড়ি
উড়ুক্কু গাড়ি

ঢাকা শহরে জ্যামে বসে থাকতে থাকতে উড়ুক্কু গাড়ির কথা ভাবার লোকের সংখ্যা নেহাত কম নয়। বর্তমানে বিশ্বে বাস্তবতার পরিপ্রেক্ষিতে উড়ুক্কু গাড়ি সময়ের দাবি। সে দাবি মেটাতে উড়ুক্কু গাড়ি তৈরির স্বপ্ন দেখছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজও। উড়ুক্কু গাড়ি তৈরির প্রকল্প নিয়ে কাজ করছে—এমন দুটি উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করার ঘোষণা দিয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা।
গত বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়ুক্কু গাড়ির একটি প্রকল্পে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ল্যারি পেজ।
উড়ুক্কু গাড়ি তৈরির প্রকল্পে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক ওই দুটি উদ্যোক্তা প্রতিষ্ঠান হচ্ছে জি ডট অ্যারো ও কিটি হক।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার হোলিস্টারের একটি বিমানবন্দর থেকে সম্প্রতি পরীক্ষামূলকভাবে উড়ুক্কু গাড়ি চালানো হয়েছে। ২০১০ সাল থেকে জি ডট অ্যারো এ গাড়ি তৈরিতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার রিসার্চ সেন্টারে গাড়ি তৈরির কারখানা আছে প্রতিষ্ঠানটির। এই প্রতিষ্ঠানের মতোই কিটি হকও একই উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তথ্যসূত্র: রয়টার্স