ওয়ালটনের নিরাপত্তা ফিচারযুক্ত স্মার্টফোন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ‘জেডএক্স ২ লাইট’ নামের একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। তাদের দাবি, ফোনটির নিরাপত্তা ফিচার হিসেবে এই প্রযুক্তি যুক্ত করা হয়েছে।


ওয়ালটনের ‘জেডএক্স ২’ স্মার্টফোনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই মডেলেরই উন্নত সংস্করণ ‘জেডএক্স ২ লাইট’ স্মার্টফোনটি। ফোনটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ৫০২০ এমএএইচ ব্যাটারি।

ধাতব কাঠামোর ফোনটিকে ফ্যাবলেটও বলা যায়। কারণ, এর স্ক্রিনের মাপ ৬ ইঞ্চি। ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের ডিসপ্লে রেজল্যুশনের ফোনটি মাল্টি ফিঙ্গার-টাচ সমর্থন করে। অর্থাৎ, একসঙ্গে স্ক্রিনে ১০টি আঙুল চালিয়ে কমান্ড দেওয়া যায়। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে চতুর্থ প্রজন্মের গরিলা গ্লাস।

জেডএক্স ২ লাইট স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেকের ১ দশমিক ৩ গিগাহার্টজ অক্টা-কোর ৬৪-বিট প্রসেসর। এর র‍্যাম ৩ জিবি। ইন্টারনাল মেমোরি রয়েছে ৬৪ জিবি। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫ দশমিক ১ সংস্করণ।

ফোনটির পেছনে ১৬ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ক্যামেরাটিতে রয়েছে বিভিন্ন ধরনের মোড।

ওয়ালটনের প্রথম যেসব ফোনের ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, জেডএক্স ২ লাইট তার মধ্যে একটি। এর ফলে চার্জ হবে দ্রুত।

স্মার্টফোনটির দাম ২৭ হাজার ৯০০ টাকা।