এক ঝলকে এস৬

১ / ১২
বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন ফোন ‘গ্যালাক্সি এস৬’। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০১৫) স্যামসাংয়ের সদর দপ্তরে ‘গ্যালাক্সি এস৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: এএফপি
বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন ফোন ‘গ্যালাক্সি এস৬’। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০১৫) স্যামসাংয়ের সদর দপ্তরে ‘গ্যালাক্সি এস৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: এএফপি
২ / ১২
সিউলের উদ্বোধনী অনুষ্ঠানে ‘গ্যালাক্সি এস৬’ স্মার্টফোন দেখাচ্ছেন কয়েকজন মডেল। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ নামে স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়। ছবি: এএফপি
সিউলের উদ্বোধনী অনুষ্ঠানে ‘গ্যালাক্সি এস৬’ স্মার্টফোন দেখাচ্ছেন কয়েকজন মডেল। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ নামে স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়। ছবি: এএফপি
৩ / ১২
স্যামসাং গ্যালাক্সি এস৬ স্মার্টফোন দেখাচ্ছেন দক্ষিণ কোরিয়ার মডেলরা। ছবি: এএফপি
স্যামসাং গ্যালাক্সি এস৬ স্মার্টফোন দেখাচ্ছেন দক্ষিণ কোরিয়ার মডেলরা। ছবি: এএফপি
৪ / ১২
উদ্বোধন উপলক্ষে সিউলে স্যামসাং ‘গ্যালাক্সি এস৬’-এর ডিসপ্লে বিলবোর্ড। ছবি: এএফপি
উদ্বোধন উপলক্ষে সিউলে স্যামসাং ‘গ্যালাক্সি এস৬’-এর ডিসপ্লে বিলবোর্ড। ছবি: এএফপি
৫ / ১২
‘গ্যালাক্সি এস৬’ দেখছেন দর্শনার্থীরা। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাঁদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই। ছবি: এএফপি
‘গ্যালাক্সি এস৬’ দেখছেন দর্শনার্থীরা। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাঁদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই। ছবি: এএফপি
৬ / ১২
গ্যালাক্সি এস৬ এজ। এই স্মার্টফোনে বাঁকানো ডিসপ্লে রয়েছে। ছবি: এএফপি
গ্যালাক্সি এস৬ এজ। এই স্মার্টফোনে বাঁকানো ডিসপ্লে রয়েছে। ছবি: এএফপি
৭ / ১২
সিউলের একটি দোকানে সাজানো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৬’ ও ‘এস৬ এজ’। নতুন স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ১ ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই ২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে।  ছবি: এএফপি
সিউলের একটি দোকানে সাজানো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৬’ ও ‘এস৬ এজ’। নতুন স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ১ ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই ২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে। ছবি: এএফপি
৮ / ১২
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ফোন দেখছেন এক নারী। ছবি: রয়টার্স
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ফোন দেখছেন এক নারী। ছবি: রয়টার্স
৯ / ১২
স্যামসাংয়ের নতুন ফোন ‘গ্যালাক্সি এস৬’-এর প্রতি বেশ আগ্রহ লক্ষ করা যায় ক্রেতাদের। ছবি: রয়টার্স
স্যামসাংয়ের নতুন ফোন ‘গ্যালাক্সি এস৬’-এর প্রতি বেশ আগ্রহ লক্ষ করা যায় ক্রেতাদের। ছবি: রয়টার্স
১০ / ১২
নতুন ফোনে সেলফি তুলতে ব্যস্ত এক দর্শনার্থী। স্মার্টফোনের পেছনে এফ ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি। ছবি: রয়টার্স
নতুন ফোনে সেলফি তুলতে ব্যস্ত এক দর্শনার্থী। স্মার্টফোনের পেছনে এফ ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি। ছবি: রয়টার্স
১১ / ১২
নতুন ফোন দেখছেন দর্শনার্থীরা। এপ্রিল মাস থেকে বিশ্বের ২০টি দেশের বাজারে বিক্রি শুরু হবে যার মধ্যে বাংলাদেশও রয়েছে। ছবি: রয়টার্স
নতুন ফোন দেখছেন দর্শনার্থীরা। এপ্রিল মাস থেকে বিশ্বের ২০টি দেশের বাজারে বিক্রি শুরু হবে যার মধ্যে বাংলাদেশও রয়েছে। ছবি: রয়টার্স
১২ / ১২
ফোন দেখছেন দর্শনার্থীরা। বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস ৬-এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি এস ৬ এজের দাম হবে ৭৯ হাজার ৯০০ টাকা। ছবি: রয়টার্স
ফোন দেখছেন দর্শনার্থীরা। বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস ৬-এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি এস ৬ এজের দাম হবে ৭৯ হাজার ৯০০ টাকা। ছবি: রয়টার্স