রোবট না মানুষ !

১ / ৬
হঠাৎ দেখলে নারী বলে ভুল হয়। কিন্তু এটি আসলে একটি রোবট। চীনের বেইজিংয়ে গ্লোবাল মোবাইল ইন্টারনেট কনফারেন্সে রোবটটি নিয়ে আসা হয়। ছবি: রয়টার্স
হঠাৎ দেখলে নারী বলে ভুল হয়। কিন্তু এটি আসলে একটি রোবট। চীনের বেইজিংয়ে গ্লোবাল মোবাইল ইন্টারনেট কনফারেন্সে রোবটটি নিয়ে আসা হয়। ছবি: রয়টার্স
২ / ৬
সাংহাই ইয়ানজিয়াং ইন্টেলিজেন্স রোবট সায়েন্স সার্ভিস ও জাপানের অধ্যাপক হিরোশি ইশিগুরো যৌথভাবে রোবটটি তৈরি করেছেন। তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলতে রোবটটি আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে। ছবি: রয়টার্স
সাংহাই ইয়ানজিয়াং ইন্টেলিজেন্স রোবট সায়েন্স সার্ভিস ও জাপানের অধ্যাপক হিরোশি ইশিগুরো যৌথভাবে রোবটটি তৈরি করেছেন। তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলতে রোবটটি আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে। ছবি: রয়টার্স
৩ / ৬
অনুষ্ঠানে রোবটটি বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে। ছবি: রয়টার্স
অনুষ্ঠানে রোবটটি বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে। ছবি: রয়টার্স
৪ / ৬
নানা ভঙ্গিতে রোবট ইয়ানজিয়াং। ছবি: রয়টার্স
নানা ভঙ্গিতে রোবট ইয়ানজিয়াং। ছবি: রয়টার্স
৫ / ৬
হাসিটিও মিষ্টি ইয়ানজিয়াংয়ের। ছবি: রয়টার্স
হাসিটিও মিষ্টি ইয়ানজিয়াংয়ের। ছবি: রয়টার্স
৬ / ৬
রোবট ইয়ানজিয়াংয়ের ছবি তোলার সুযোগ হারাননি দর্শকেরা। ছবি: রয়টার্স
রোবট ইয়ানজিয়াংয়ের ছবি তোলার সুযোগ হারাননি দর্শকেরা। ছবি: রয়টার্স