কলকাতা

কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। এটি এই রাজ্যের প্রধান বাণিজ্যকেন্দ্র ও বৃহত্তম শহর। হুগলি নদীর তীরে গড়ে উঠেছে এই শহর। কলকাতার উত্তর দিকে উত্তর চব্বিশ পরগনা, পূর্বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আর দক্ষিণ দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত।

১৭৭২ থেকে ১৯১১ সাল পর্যন্ত কলকাতা পুরো ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ১৯৪৭ সালে ভারত ভাগের পর কলকাতা হয় পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী।

পশ্চিমবঙ্গ বিধানসভা, রাজ্য সচিবালয় মহাকরণ ও মুখ্যমন্ত্রীর কার্যালয়, কলকাতা হাইকোর্টসহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার কার্যালয় কলকাতায় অবস্থিত। কলকাতার স্থানীয় স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ হলো কলকাতা পৌর সংস্থা, এটি ১৯২৩ সালে গঠিত হয়।

কলকাতা শহরের প্রসিদ্ধি বৈপ্লবিক আন্দোলন ও সুদীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। ভারতের স্বাধীনতা আন্দোলন ও পরবর্তীকালে বামপন্থী গণ-আন্দোলনের সময় এই শহর বিশেষ ভূমিকা রেখেছে। ভারতের প্রধান সাংস্কৃতিক আন্দোলনগুলোরও প্রাণকেন্দ্র এই কলকাতা। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, সত্যজিত্ রায়, সত্যেন্দ্রনাথ বসু, কাজী নজরুল ইসলাম, অমর্ত্য সেনের মতো বরেণ্য ব্যক্তিদের কর্মভূমি কলকাতা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্ববাসীর চোখে মর্যাদার আসনে অধিষ্ঠিত।

কলকাতার সঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনন্য সম্পর্ক। বাংলা সাহিত্য, গান, শিক্ষা, সংস্কৃতি ও ফ্যাশনে এই বাড়ির সদস্যদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এ শহরেই অবস্থিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালে বাঙালি চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের অস্কার জয়ের মধ্য দিয়ে কলকাতার বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে পৌঁছে যায়।

কলকাতার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এটি ১৯২১ সালে যুক্তরাজ্যের সম্রাজ্ঞী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ হিসেবে স্থাপিত হয়েছিল। কলকাতার জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা আর টানা রিকশা বহন করে বহু যুগের ঐতিহ্য।

আরও