মাদকাসক্ত ব্যক্তিদের টাকা পাওয়ার পথ বন্ধ করার আহ্বান

ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে আলোচকেরা ছবি: প্রথম আলো
ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে আলোচকেরা ছবি: প্রথম আলো

মাদকাসক্ত ব্যক্তিদের টাকা পাওয়ার পথ বন্ধ করতে হবে। যেসব স্থানে গেলে মাদকের কথা মনে পড়ে, সেসব জায়গায় যাওয়া বন্ধ করতে হবে। সর্বোপরি চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৪ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
বক্তারা বলেন, মাদকাসক্ত বন্ধুদের সঙ্গ সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে, মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে এবং সৃষ্টিশীল কাজের মধ্যে থাকতে হবে।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, আহমেদ হেলাল, ফারজানা রহমান, মেখলা সরকার ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২ ফেব্রুয়ারি বেলা সাড়ে চারটায় ঢাকার ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৫ অনুষ্ঠিত হবে।