কম্বল পেলেন ৮০ শীতার্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৮০ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার কম্বল বিতরণ করা হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৮০ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার কম্বল বিতরণ করা হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৮০ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার কম্বল বিতরণ করা হয়েছে। সহযোগিতায় ছিল প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা।

গতকাল উপজেলার ধানগড়া ও ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর আগে গত শনিবার রাতে মহেশপুর, রণতিথা, ধানগড়া ও ঝাপড়া এলাকার ৩০ জন মানুষকে কম্বল দেন বন্ধুসভার সদস্যরা।

কম্বল হাতে পেয়ে গতকাল ব্রহ্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাঁতী গ্রামের শাহেরবানু (৬০) বলেন, ‘একখান কম্বলের জন্য অনেকের কাছে ঘুরছি। পাই নাই। প্রথম আলোর লোকজন ডাইকা কম্বল দিল।’ আর ধানগড়া এলাকার আছাতন বেওয়া বললেন, ‘প্রথম আলোর মানুষ আমার ঘরে আইসা কম্বল দিয়া গেল। এই জারে (শীতে) কম্বলখান পাইয়া খুবই উপকার হইল।’

কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন ধানগড়ার স্থানীয় বাসিন্দা আসাদুল আলম সরকার, মানবাধিকারকর্মী বেল্লাল হোসেন, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক আকিদুল ইসলাম, ইউনিভার্স একাডেমির শিক্ষক রমিনা খাতুন, রুখসানা খাতুন, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত হোসাইন, সাধারণ সম্পাদক আবু রায়হান, সদস্য বুলবুল আহমেদ, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।