দুই জেলায় কম্বল পেলেন ১৭০ জন দুস্থ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পঞ্চগড়ে ১০০ জন এবং সিরাজগঞ্জে ৭০ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পঞ্চগড়ে ১০০ জন এবং সিরাজগঞ্জে ৭০ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পঞ্চগড়ে ১০০ জন এবং সিরাজগঞ্জে ৭০ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসব কার্যক্রমে সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।

পঞ্চগড় সদর উপজেলায় বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ের সামনে গতকাল সোমবার সকাল নয়টায় কম্বল বিতরণ করা হয়। উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালাদাম, পৌর এলাকার মসজিদপাড়া, ডোকরোপাড়া, রাজনগর, রৌশনাবাগ, কামাতপাড়া, রামেরডাঙ্গা ও কায়েতপাড়া এলাকার ১০০ শীতার্তকে কম্বল দেওয়া হয়। এর আগে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত হতদরিদ্রদের তালিকা তৈরি করেন। আইডিএলসি পঞ্চগড় জেলার দুস্থ ও শীতার্ত মানুষের জন্য ১০০ কম্বল সহায়তা দিয়েছে।

কম্বল পেয়ে রাজনগরের আতিমন নেছা (৭০) বলেন, ‘চলাফেরা করতে পারি না। ঠান্ডায় কাবু হয়ে গেছি। আজি তুমরাহ কম্বল দিলেন। আল্লাহ তুমার ভালো করিবে।’ মালাদামের বৃদ্ধা সুপুন রানী বলেন, ‘এই ঠান্ডা খানত মোর একখান মোটা কাপড় নাই, কিনিবাও পারু না, আইজ তুমরাহ দিলেন। আজি ভালো করে নিন্দাম।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে সহায়তা করেন জেলা বন্ধুসভার সভাপতি ওয়াকিউর রহমান, সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, বন্ধুসভার আরিফুর রহমান, সুবর্ণা রানী, অয়ন, রিজেল। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে বিকেলে ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত আমশড়া গ্রামের ৩৫ জন এবং তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের ১৫ জন দুস্থকে কম্বল দেওয়া হয়। এর আগে রোববার রাতে রায়গঞ্জের ধানগড়া, রণতিথা, পালপাড়ায় ঘরে ঘরে গিয়ে ২০ জন দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল পেয়ে আমশড়া গ্রামের সারথী রানী ওঁরাও (৬৫) বলেন, ‘রাতি উরগুম লাগি, নিন্দ ব্যাশ হুয়ি (রাতে গরম লাগবে ঘুম ভালো হবে)।’

কম্বল বিতরণকাজে অংশ নেন ওঁরাও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ টপ্প্যা, আমশড়া আদিবাসী আবাসিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র কেরকেটা, বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস কুমার বাঁড়ো, আদিবাসী নেতা বিরেশ চন্দ্র কেরকেটা, পরেশ চন্দ্র কেরকেটা, মানবাধিকারকর্মী বিল্লাল হোসেন, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত হোসাইন, সাধারণ সম্পাদক আবু রায়হান, সদস্য বুলবুল আহমেদ, মাহবুবা লুৎফা, মিজানুর রহমান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।