সিরাজগঞ্জে কম্বল পেল ১০০ শীতার্ত

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে সদরের সয়দাবাদ চরে চারটি গ্রামে কম্বল বিতরণ করা হয়।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে সদরের সয়দাবাদ চরে চারটি গ্রামে কম্বল বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার চরাঞ্চলে ১০০ শীতার্ত ব্যক্তিকে গতকাল মঙ্গলবার সকালে কম্বল দেওয়া হয়েছে।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে সদরের সয়দাবাদ চরের বাজারে দুটি উপজেলার চারটি গ্রামে এসব কম্বল বিতরণ করা হয়। গ্রামগুলো হলো সদর উপজেলার সয়দাবাদ, বড়শিমুল, পঞ্চসোনা এবং বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ি।

কম্বল পাওয়া সয়দাবাদ চরের বাসিন্দা আবেদা বেওয়া (৭০) বলেন, ‘শান্তি পাইলাম, এই শীতে প্রতম কম্বল পাইলাম। কত লোহের কাছে চাইছি, কেউ দেয় নাই। পত্রিকার থাইক্যা বাড়ির উপরত আসি কম্বল দিল।’

চরের অপর বাসিন্দা ফরিদা বেওয়া (৫৫) বলেন, ‘জারে কাহিল হয়া পরছি। নামাজ পড়তে খুব কষ্ট হয়। এই কম্বল গায় দিয়া নামাজ পরমু।’ বড়শিমুল গ্রামের আয়মনা বেওয়া (৬০) বলেন, ‘বয়সের ভারে কোনোহানে যাইতে পারি না। পত্রিকার থাইকা কম্বল দেয় এই প্রতম দেখলাম।’

কম্বল বিতরণের সময় সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা কাজী সোহেল রানা, সভাপতি প্রদীপ কুমার সাহা, সহসভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন কুমার সিংহ, সয়দাবাদ গ্রামের ব্যবসায়ী আবদুল মোমিন এবং বন্ধুসভার সদস্যদের মধ্যে হাসিব সেখ, সুমি খাতুন, পিংকি খাতুন, নয়ন মিয়া, হাসান আলী উপস্থিত ছিলেন।