পাঁচ জেলায় কম্বল পেল ৭১০ শীতার্ত

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষ ও শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষ ও শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সাতক্ষীরা, কুষ্টিয়া, জয়পুরহাট ও পাবনায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব কম্বল বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:  

রংপুরের তিস্তা নদী-তীরবর্তী আলমবিদিতর ইউনিয়নের বকশীগঞ্জে গতকাল দুপুরে ১০০ জন প্রবীণ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে বসুনিয়াপাড় গ্রামের বৃদ্ধা তৈয়বুন্নেছা বলেন, ‘এই শীতোত এইবারই একটা কম্বল পাইনো।’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪৩ জন বিধবাসহ শ্যামনগর সদর, মথুরাপুর জেলেপাড়া, চুনকুড়ি, সিংহড়তলী ও বড়ভেটখালী গ্রামের মোট ১৭০ জনকে সোম ও মঙ্গলবার কম্বল দেওয়া হয়েছে। এ ৪৩ বিধবার সবার স্বামী বিভিন্ন সময়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। তাঁদের একজন সুন্দরবন-সংলগ্ন গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুর গফুর গাজীর স্ত্রী ময়না বিলকিছ বলেন, ‘পেথম আলোর তুমরা তো আইলার সময় আমাগো ত্রাণ দিলে। কম্বলের জন্যি কতজনরে কইছি, দ্যায়নি। তুমরা আমাগো সন্ধান কুরে কম্বল দিলে। সৃষ্টিকর্তা তুমাদের ভেলো রাকবে দুয়া করি।’ 

শ্যামনগরের সিংহড়তলী প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রে ১১২ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয় গতকাল। কম্বল বিতরণ করেন বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশধর মণ্ডল ও চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিত্তরঞ্জন মৃধা। শ্যামনগর সদরের ফুলতলায় ১৫ জনকে কম্বল দেওয়া হয়।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে ৬০টি ও কুষ্টিয়া শহরের মজমপুরে ৩০টি কম্বল দেওয়া হয়। এর মধ্যে মজমপুরে একটি এতিমখানায় মেয়েদের ১০টি কম্বল দেওয়া হয়।

সোমবার জয়পুরহাটের ক্ষেতলালের পশ্চিম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১০০ নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আমিন আওলা। ক্ষেতলালের তেলাবদুল আবদুল মজিদ উচ্চবিদ্যালয়ের মাঠে ৬২ জন নারী-পুরুষকে কম্বল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। কালাইয়ের চান্দাইর দারুল উলুম দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে ৫০ জন নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন মাদ্রাসার সুপার হাফিজুর রহমান। জয়পুরহাট শহরের আমতলীতে শহীদ কবি মাহতাব উদ্দীন বিদ্যাপীঠের মাঠে ৩৮ জনকে কম্বল দেওয়া হয়।

পাবনার ঈশ্বরদীর ডাকবাংলো মাঠে সোমবার ১০০ দরিদ্র শিশু শিক্ষার্থী ও নারী-পুরুষকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দিয়াড়বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম, ঈশ্বরদী বন্ধুসভার সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক তসিবুল হক বিশ্বাস প্রমুখ।