কম্বল পেলেন ১০০ শীতার্ত

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এতে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

উপজেলার বাদুড়তলি কলোনি, বঙ্গবন্ধু কলোনি, রহমতপুর, নাচনাপাড়া, অফিস মহল্লা, পুরান কাঠপট্টি, মাদ্রাসা সড়ক, এতিমখানা ও পুরান স্টিমারঘাট এলাকার প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত ১০০ নারী-পুরুষের হাতে বেলা সাড়ে তিনটার দিকে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা।

কম্বল পেয়ে নাচনাপাড়া গ্রামের প্রতিবন্ধী আবদুস ছালাম বলেন, ‘এই ফির শীত শুরু অওয়ার পর অইতে বেমালা কষ্ট করতে আছেলাম। শীতের কষ্টে ঘুমাইতে পারতাম না। আইজগো অইতে হেই কষ্টডা আর থাকপে না। আমনেরা য্যারা কম্বল দেলেন, হ্যাগো আল্লায় বাঁচাইয়া রাহুক।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান, সাধারণ সম্পাদক জাহানারা খান, সহসভাপতি শুভ্রা চক্রবর্তী ও ইমরান আরেফীন, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানজিল জামান এবং প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ।