সহায়তা ও ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে মুক্ত করা সম্ভব

প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেস্টা মোহিত কামাল, জাতীয় মানিসক স্বাস্থ্য ইনিস্টিটউেটর সহযোগী অধ্যাপক মেখলা সরকার, মো. জিল্লুর রহমান খান, সহাকারী অধ্যাপক ফারজানা রহমান, বারডেম জেনারেল হাসপাতালের সহাকারী অধ্যাপক নাসিম জাহান ও কেন্দ্রিয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ মো. রাহেনুল ইসলাম পরামর্শ দেন।
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেস্টা মোহিত কামাল, জাতীয় মানিসক স্বাস্থ্য ইনিস্টিটউেটর সহযোগী অধ্যাপক মেখলা সরকার, মো. জিল্লুর রহমান খান, সহাকারী অধ্যাপক ফারজানা রহমান, বারডেম জেনারেল হাসপাতালের সহাকারী অধ্যাপক নাসিম জাহান ও কেন্দ্রিয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ মো. রাহেনুল ইসলাম পরামর্শ দেন।

রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে ঢুকেই দেখা গেল, এক পাশে চারটি ছোট টেবিল; এর উভয় পাশে চেয়ার। চারটা বাজতেই নির্ধারিত চেয়ারে গিয়ে বসলেন মনোচিকিৎসক আর একজন করে মাদকাসক্ত ব্যক্তি, একা বা অভিভাবকসহ। সমস্যার ধরন অনুযায়ী পরামর্শ নিচ্ছেন চিকিৎসক। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৯৪ এর চিত্র এটি। গত শনিবার রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে এ আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের পরিচয় গোপন রেখে মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা এই পরামর্শ সহায়তা দেওয়া হয়। গতকাল ১৫টি পরিবার এই পরামর্শ সহায়তা নেয়।
নোয়াখালী থেকে এক বাবা  জানতে এসেছেন মাদকাসক্ত ভাইকে চিকিৎসকের কাছে আনার কৌশল। আরেক মা ছেলেকে এনেছেন নিয়মিত পরামর্শ সহায়তার অংশ হিসেবে। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, মনে রাখতে হবে, যে ব্যক্তি নেশা করে তাকে সহায়তা ও ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে মুক্ত করা সম্ভব।
বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ ব্যক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সভায় বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময়যোগ্য। কিন্তু এ জন্য তিনটি বিষয় দরকার। এক. আসক্তির বিষয়টি গোপন করা যাবে না। সন্তান বা পরিবারের সদস্যের আচরণ সন্দেহজনক হলে দ্রুত মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে ও পূর্ণ চিকিৎসা করাতে হবে। দুই. মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে পাশে থাকতে হবে। তিন. পরিবারকে ধৈর্য ধরতে হবে। কারণ, আসক্ত ব্যক্তি অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে। মাদকাসক্ত ব্যক্তিরও মাদক ছাড়ার ইচ্ছা থাকতে হবে।
+৮৮০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে বা অনুষ্ঠানে সরাসরি হাজির হয়েও বিনা মূল্যে এ সেবা নেওয়া যায়। প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কমকর্তা আজিজা আহমেদের  সঞ্চালনায় এতে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেস্টা মোহিত কামাল, জাতীয় মানিসক স্বাস্থ্য ইনিস্টিটউেটর সহযোগী অধ্যাপক মেখলা সরকার, মো. জিল্লুর রহমান খান, সহাকারী অধ্যাপক ফারজানা রহমান, বারডেম জেনারেল হাসপাতালের সহাকারী অধ্যাপক নাসিম জাহান ও কেন্দ্রিয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ মো. রাহেনুল ইসলাম পরামর্শ দেন। আগামী ৩০ জুন বিকেল চারটায় একই স্থানে পরবর্তী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হবে।