চরখিদিরপুর আলোর পাঠশালায় ইফতার বিতরণ

চরখিদিরপুর আলোর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে গত মঙ্গলবার ইফতার বিতরণ করা হয়।
চরখিদিরপুর আলোর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে গত মঙ্গলবার ইফতার বিতরণ করা হয়।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর আলোর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে গত মঙ্গলবার (১২ জুন) প্রথম আলো ট্রাস্টের ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটি, গ্রামের শিশু, মোড়ল ও বয়স্ক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৫ সাল থেকে  স্কুলটি পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট ।এটি রাজশাহীর  পদ্মা নদীতে জেগে ওঠা একটি চর। এটি চরখিদিরপুর নামে পরিচিত।

চরখিদিরপুর আলোর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে গত মঙ্গলবার ইফতার বিতরণ করা হয়।
চরখিদিরপুর আলোর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে গত মঙ্গলবার ইফতার বিতরণ করা হয়।

আলোর পাঠশালার এই বিদ্যালয় থেকে এবার শতভাগ শিক্ষার্থী জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। ইতিমধ্যে ২০১৬ সালের বন্যায় বিদ্যালয়ের ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের পাঠদান নিয়ে চরম সংকটে পড়তে হয়। ঠিক এ সময়ে চরের একটি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনে স্থানান্তর করা হয়। বিচ্ছিন্ন চরের শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব উপলব্ধি করে সাংসদ আয়েন উদ্দিন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনটি প্রথম ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য হস্তান্তর করেন। আশে পাশে ১০ কিলোমিটারের মধ্যে যারা পড়াশোনা করার জন্য আর কোনো প্রতিষ্ঠান নেই।