মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময়যোগ্য

মাদকবিরোধী পরামর্শ সহায়তা ৯৬ তম আসরে মনোরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।
মাদকবিরোধী পরামর্শ সহায়তা ৯৬ তম আসরে মনোরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।

গত শনিবার রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট আয়োজন করে মাদক বিরোধী পরামর্শ সহায়তা । এটি ৯৬তম আয়োজন । প্রথম আলো ট্রাস্টের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় এতে, পরামর্শ দেন  ছবিতে (বা থেকে) নাসিম জাহান, জিল্লুর রহমান খান, মেখলা সরকার, মোহিত কামাল, ফারাজানা রাবিন, আহমেদ হেলাল ও মো. রাহেনুল ইসলাম। সভায় বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময়যোগ্য।কিন্তু এ জন্য তিনটি বিষয় দরকার। এক. আসক্তির বিষয়টি গোপন করা যাবে না। সন্তান বা পরিবারের সদস্যের আচরণ সন্দেহজনক হলে দ্রুত মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে ও পূর্ণ চিকিৎসা করাতে হবে। দুই. মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে পাশে থাকতে হবে। তিন. পরিবারকে ধৈর্য ধরতে হবে। কারণ, আসক্ত ব্যক্তি অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে। মাদকাসক্ত ব্যক্তিরও মাদক ছাড়ার ইচ্ছা থাকতে হবে।