দীর্ঘ নদীপথ পেরিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে ত্রাণ নিয়ে বন্ধুসভা

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সদর ইউনিয়নের বাঁধ–সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই এলাকায় ১৫০ জন মানুষের হাতে আজ শনিবার সকালে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়। ছবি: শংকর দাস
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সদর ইউনিয়নের বাঁধ–সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই এলাকায় ১৫০ জন মানুষের হাতে আজ শনিবার সকালে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়। ছবি: শংকর দাস

৭০ বছরের বৃদ্ধ নেছি বিবির স্বামী-সন্তান কেউই নেই। মানুষের কাছ থেকে সাহায্য নিয়েই বেঁচে আছেন তিনি। নিজের ঘর নেই, অন্যের দুয়ারে তাঁর ঠিকানা। আজ শনিবার সকালে নেছি বিবির হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, সয়াবিন তেল ও আলুর এক প্যাকেট ত্রাণ। দুর্যোগকালীন খাদ্যসহায়তা পেয়ে খুব খুশি তিনি।

নেছি বিবি বলেন, ভিক্ষা করে তাঁর জীবন চলে। করোনার কারণে মানুষের বাসা-বাড়ি যেতে পারে না। তাই তেমন ভিক্ষাও জোটে না এখন। তার ওপর আবার ঘূর্ণিঝড় আম্পানের আঘাত। বেশ অভাবের মধ্যে দিন কাটছিল তাঁর। কিন্তু আজ ত্রাণসহায়তা পাওয়ায় বেশ কিছুদিন দুবেলা পেট ভরে খেতে পারবেন ভেবেই বেজায় খুশি তিনি।

পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সদর ইউনিয়নের বাঁধ–সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই এলাকায় নেছি বিবির মতো ১৫০ জন মানুষের হাতে আজ শনিবার সকালে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসহায়তা হিসেবে ৫ কেজি করে চাল, ৭৫০ গ্রাম মসুর ডাল, আধা লিটার সয়াবিন তেল ও দুই কেজির আলু প্যাকেট করে ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।

প্রথম আলো ট্রাস্টের কার্যক্রমে অংশ নিয়েছেন প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা। খবর পেয়ে এই কার্যক্রমে উপস্থিত হয়েছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহমেদ।

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয় ত্রাণ। ছবি: প্রথম আলো
করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয় ত্রাণ। ছবি: প্রথম আলো

এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, করোনার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙ্গাবালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হওয়ায় দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে বেসরকারি উদ্যেগে তেমন কেউ সহায়তা নিয়ে আসছে না। তবে প্রথম আলো এই দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য অবশ্যই ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার দাবি রাখে।

এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন পটুয়াখালীর বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক দিপ্র দাস, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক অন্তিক, সদস্য মেজবাহউদ্দিন, প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস প্রমুখ।