অ্যালুমিনিয়াম কারখানায় মানুষ

>ঢাকার শ্যামপুর শিল্প এলাকায় রয়েছে বেশ কিছু অ্যালুমিনিয়ামের তৈজস তৈরির কারখানা। এই এলাকায় তৈজস তৈরির জন্য কাঁচামালও তৈরি হয়। অ্যালুমিনিয়াম পণ্য তৈরির প্রতি কেজি কাঁচামালের দাম ২৩০ টাকা। তৈজস তৈরির কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন শত শত শ্রমিক। একেকজন শ্রমিক সপ্তাহে ২ থেকে ৮ হাজার টাকা মজুরি পান। শিশুশ্রম নিষিদ্ধ হলেও এখানে অবাধে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হয়। শ্রমিকেরা সুরক্ষার জন্য কোনো ধরনের চশমা, দস্তানা বা মুখোশ ব্যবহার করেন না। ছবিগুলো বৃহস্পতিবারের।
অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শ্রমিকেরা। এসব অন্ধকারাচ্ছন্ন কক্ষে নিশ্বাস নেওয়াও কষ্টকর।
অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শ্রমিকেরা। এসব অন্ধকারাচ্ছন্ন কক্ষে নিশ্বাস নেওয়াও কষ্টকর।
মেশিনে তৈরি অ্যালুমিনিয়ামের সরা। এগুলো খালি হাতেই তৈরি করেন শ্রমিকেরা।
মেশিনে তৈরি অ্যালুমিনিয়ামের সরা। এগুলো খালি হাতেই তৈরি করেন শ্রমিকেরা।
বড় বড় ডেক তৈরির জন্য রয়েছে আলাদা কারখানা। সব কারখানার পরিবেশ একই।
বড় বড় ডেক তৈরির জন্য রয়েছে আলাদা কারখানা। সব কারখানার পরিবেশ একই।
শ্রমিকদের হাতে অ্যালুমিনিয়ামের গুঁড়োর এমন পরত লেগে থাকে।
শ্রমিকদের হাতে অ্যালুমিনিয়ামের গুঁড়োর এমন পরত লেগে থাকে।
কয়েক বছর ধরে অ্যালুমিনিয়াম পণ্য তৈরির কারখানায় কাজ করে জুয়েল।
কয়েক বছর ধরে অ্যালুমিনিয়াম পণ্য তৈরির কারখানায় কাজ করে জুয়েল।
কাজ শেষে পথের ধারের ট্যাবের পানিতে গোসল সেরে নিচ্ছেন এক শ্রমিক।
কাজ শেষে পথের ধারের ট্যাবের পানিতে গোসল সেরে নিচ্ছেন এক শ্রমিক।
কারখানায় তৈরি বিভিন্ন পণ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে শহরের পাইকারি দোকানগুলোতে।
কারখানায় তৈরি বিভিন্ন পণ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে শহরের পাইকারি দোকানগুলোতে।
একটি দোকানে পাইকারি দামে বিক্রি হচ্ছে এখানকার কারখানায় তৈরি বিভিন্ন পণ্য।
একটি দোকানে পাইকারি দামে বিক্রি হচ্ছে এখানকার কারখানায় তৈরি বিভিন্ন পণ্য।