বসন্তে এল বৃষ্টি

সকালের বৃষ্টিতে রাজধানীর পান্থপথ এলাকায় পানি জমে যায়। ছবি: মো. মিন্টু হোসেন
সকালের বৃষ্টিতে রাজধানীর পান্থপথ এলাকায় পানি জমে যায়। ছবি: মো. মিন্টু হোসেন

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ফাল্গুনে শীতের আমেজ ফিরে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত থেকেই দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে। আজ সকালে ঢাকায় কালো মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয়।

এদিকে বসন্তে হঠাৎ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

শিলাবৃষ্টির পর ঘাসের ওপর জমে রয়েছে শিলা। ছবি: মো. মিন্টু হোসেন
শিলাবৃষ্টির পর ঘাসের ওপর জমে রয়েছে শিলা। ছবি: মো. মিন্টু হোসেন

রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার পূর্বাভাস গতকালই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপহিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘণ্টা বা ৩ দিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।