সকাল সকাল ঘোড়ার গাড়িতে বর-কনে হাজির

সকাল সকাল ঘোড়ার গাড়িতে করে বর-কনে হাজির। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রবেশমুখে ফুলের পাপড়ি ছিটিয়ে নবদম্পতি সংগীতশিল্পী এলিটা করিম ও আশফাক নিপুণকে বরণ করে নেন চিত্রনায়ক রিয়াজ। বিয়ের ব্যান্ড পার্টি দলের বাদ্যের তালে তালে তাঁরা প্রবেশ করেন সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে। সেখানেও বাজছে সানাই। প্রবেশের আগে শরবত ও মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভিবাদন জানান শ্যালক-শ্যালিকারা। তবে প্রবেশের আগে তাঁদের ‘খুশি করে’ ফিতা কেটে ঢুকতে হয়েছে দম্পতির বড় ভাই রিয়াজকে।
আজ বেলা ১১টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনের ‘পন্ডস-নকশা বিয়ে উৎসব’। দৈনিক প্রথম আলোর জীবন-যাপন বিষয়ক সাপ্তাহিক ক্রোড়পত্র নকশার আয়োজনে দ্বিতীয়বারের এই উৎসবে রয়েছে বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে যাবতীয় উপকরণের প্রদর্শনী।

ফুলের ফিতা কেটে বউ নিয়ে ভেতরে যাচ্ছেন বর। সঙ্গে ছিলেন দম্পতির বড় ভাই রিয়াজ। ছবি: সাহাদাত পারভেজ
ফুলের ফিতা কেটে বউ নিয়ে ভেতরে যাচ্ছেন বর। সঙ্গে ছিলেন দম্পতির বড় ভাই রিয়াজ। ছবি: সাহাদাত পারভেজ


বিয়ের মূল মঞ্চ সাজানো হয়েছে হারমনি মিলনায়তনে। সেখানে বাজছে সানাই। বিবাহোত্তর এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুভূতি জানিয়ে এলিটা করিম বলেন, ‘আমাদের বিয়েতেও এত ধুমধাম হয়নি। এই বিশাল আয়োজনের মাধ্যমে বড় ভাই রিয়াজ যে আমাদের বরণ করে নিলেন, সেটা আরও আনন্দের।’
আশফাক নিপুণ বলেন, ‘ছোটবেলায় গল্পের বইয়ে পড়েছি, ঘোড়ার গাড়িতে করে বর আসে। আমার বিয়েতে ঘোড়ার গাড়ি ছিল না, কিন্তু আজ প্রথম আলোর আয়োজনে বিয়ে উৎসবে এই সংবর্ধনার মাধ্যমে ছোটবেলার পড়া গল্পগুলো আমার জীবনে সত্য হলো। আর রিয়াজ ভাই না থাকলে শ্যালক-শ্যালিকারা খুব ঝামেলা করত। রিয়াজ ভাইকে ধন্যবাদ।’
নায়ক রিয়াজ এই আয়োজনে আসতে পেরে বেশ আনন্দিত। তিনি বলেন, ‘বর-কনেদের নিয়ে ঢুকতেই পারছিলাম না। শ্যালক-শ্যালিকারা খুব ঝামেলা করছিল। প্রযুক্তির কল্যাণে ব্যালেন্স ট্রান্সফার করে তারপর ঢুকতে হলো।’
এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে রিয়াজ বলেন, ‘যাঁরা এখনো বিয়ে করেননি, তাঁদের অবশ্যই একবার এ জায়গাটা ঘুরে যাওয়া উচিত। এতে তাঁদের বিয়ের পরিকল্পনা করতে খুব সুবিধা হবে।’
বিয়ে উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিচার সম্পাদক সুমনা শারমিন, ইউনিলিভারের গণমাধ্যম ব্যবস্থাপক তানভীর ফারুকসহ আরও অনেকে।
সংবর্ধিত নবদম্পতি এলিটা ও নিপুণ বলেন, আমাদের বিয়ের বাজার আমরা দেশ থেকেই করেছি। সবার উচিত সময় ও অর্থ ব্যয় করে দেশের বাইরে না গিয়ে দেশ থেকেই বিয়ের বাজার করা। কেননা আমাদের দেশে বিয়ের জন্য প্রয়োজনীয় সবই পাওয়া যায়।
পন্ডস-নকশা বিয়ে উৎসব চলবে আজ রাত আটটা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বিয়ের পাত্র-পাত্রী খোঁজা, অলংকার, কাপড়, মেকআপ, খাবার, বিয়ের পরের হানিমুন, আইনি সহায়তা থেকে বিয়েসংশ্লিষ্ট যাবতীয় উপকরণ ও উপাদান নিয়ে সাজানো হয়েছে এই উৎসব। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল টোয়েন্টিফোর।

সকাল সকাল ঘোড়ার গাড়িতে করে বর-কনে হাজির। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রবেশমুখে ফুলের পাপড়ি ছিটিয়ে নবদম্পতি সংগীতশিল্পী এলিটা করিম ও আশফাক নিপুণকে বরণ করে নেন চিত্রনায়ক রিয়াজ। ছবি: সাহাদাত পারভেজ
সকাল সকাল ঘোড়ার গাড়িতে করে বর-কনে হাজির। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রবেশমুখে ফুলের পাপড়ি ছিটিয়ে নবদম্পতি সংগীতশিল্পী এলিটা করিম ও আশফাক নিপুণকে বরণ করে নেন চিত্রনায়ক রিয়াজ। ছবি: সাহাদাত পারভেজ
বিয়ের অর্কেস্ট্রা দলের বাদ্যের তালে তালে বর-কনে প্রবেশ করেন সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে। প্রবেশের আগে শরবত ও মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভিবাদন জানান শ্যালক-শ্যালিকারা। ছবি: সাহাদাত পারভেজ
বিয়ের অর্কেস্ট্রা দলের বাদ্যের তালে তালে বর-কনে প্রবেশ করেন সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে। প্রবেশের আগে শরবত ও মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভিবাদন জানান শ্যালক-শ্যালিকারা। ছবি: সাহাদাত পারভেজ
‘পন্ডস-নকশা বিয়ে উৎসব’ মঞ্চে বর-কনে। ছবি: সাহাদাত পারভেজ
‘পন্ডস-নকশা বিয়ে উৎসব’ মঞ্চে বর-কনে। ছবি: সাহাদাত পারভেজ