অযোগ্য রিঙ্গো এখন স্টার

একনামেই সারা দুনিয়া তাঁকে চেনে, তিনি রিঙ্গো স্টার। গত শতাব্দীর ষাটের দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ডদল বিটলসের হয়ে ড্রামস বাজিয়ে একসময় মঞ্চ মাতিয়েছেন, এরপর স্বনামেই পরিচিত হয়েছেন তিনি। কিডনি জটিলতার কারণে মাত্র ছয় বছর বয়সেই তাঁর অস্ত্রোপচারের অভিজ্ঞতা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে তখন স্কুলকে বিদায় জানিয়েছিলেন। বয়স আট পেরোনোর পর কখনো কখনো স্কুলে গেছেন, কিন্তু পড়াশোনায় আর কখনোই সেভাবে মনোযোগ দেওয়া হয়নি। স্কুলের নাটক আর গানের দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন। কিন্তু প্রাথমিক শিক্ষা শেষে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি কিশোর রিঙ্গো। স্কুল ছেড়ে অল্প বয়সেই তিনি কাজের দুনিয়ায় পা রাখেন। রেলওয়ের কর্মী হিসেবে তাঁর কর্মজীবনের শুরুটা খুব সাধারণ ছিল। এরপর নৌবাহিনীতে কাজের সুযোগ মিললেও সমুদ্র-ভীতি ছিল বলে আর সে মুখো হননি। সবশেষে রেলওয়ের কয়েকজন সহকর্মীকে নিয়ে একটা ব্যান্ড গড়ে তোলেন রিঙ্গো। পাড়ার ব্যান্ডদল হিসেবে আলোচিত হতে হতে ১৯৬২ সালে যোগ দেন বিটলসে। এরপরের গল্পটা তো সবারই জানা।

অলমিউজিক অবলম্বনে জাহিদ হোসাইন খান