বিশ্ববিদ্যালয়ে পড়া হয়নি 'হ্যারি পটারের'

হগওয়ার্টস স্কুলের ‘ভালো ছাত্র’ হ্যারি পটার ওরফে ড্যানিয়েল রেডক্লিফ কিন্তু পর্দার বাইরে পড়ালেখায় খুব বেশি দূর এগোতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে কখনোই তাঁর পা রাখা হয়নি। এ নিয়ে হলিউডের এই অভিনেতার মনে কোনো আফসোসও নেই। এক সাক্ষাৎকারে তিনি সোজাসাপ্টা বলেছেন, ‘আমি জীবনে কী করতে চাই—এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ বিশ্ববিদ্যালয়ে যায়। প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। অতএব আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন আমার আছে।’
হ্যারি পটার হিসেবে খ্যাতি ছড়িয়ে যাওয়ার পর স্কুলে যাওয়া ড্যানিয়েল রেডক্লিফের জন্য কঠিন হয়ে পড়েছিল। স্কুলের সহপাঠীরা তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করত। তার ওপর শুটিংয়ের ব্যস্ত শিডিউলের কারণে পড়ালেখায় তিনি খুব একটা মন দিতে পারছিলেন না। বাড়িতে শিক্ষক রেখে পড়েছেন। ২০০৬ সালে এ লেভেল পরীক্ষা দিয়ে মোটামুটি ভালো ফলও করেছিলেন, কিন্তু পড়ালেখাটা আর চালিয়ে যাওয়া হয়নি। তাতে কী? সারা পৃথিবী যাঁকে এক নামে চেনে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির তিনি থোড়াই কেয়ার করেন!সূত্র: টেলিগ্রাফ