পড়াশোনা ছেড়ে ম্যাকগাইভার

রিচার্ড ডিন অ্যান্ডারসন
রিচার্ড ডিন অ্যান্ডারসন

নব্বইয়ের দশকের বিটিভিতে বাংলায় ডাবিং করে প্রচার করা হতো ম্যাকগাইভার নামের টিভি সিরিজটি। সে সময় অনেক কিশোরই ম্যাকগাইভার হতে চাইত। এই চরিত্রে অভিনয় করেছিলেন রিচার্ড ডিন অ্যান্ডারসন। শৈশবে হকি খেলোয়াড় হতে চেয়েছিলেন তিনি। একবার হাত ভেঙে গেলে সেই আশা অপূর্ণ থেকে যায়। এরপর স্কুলে পড়ার সময় জ্যাজ মিউজিশিয়ান হওয়ার স্বপ্নে অনেক দিন গানের পেছনে ছুটেছেন। গান গাইতে গাইতে আবিষ্কার করেন, তাঁর আসল আগ্রহ অভিনয়ে। গান-বাজনাকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট ক্লাউড স্টেট বিশ্ববিদ্যালয়ে অভিনয়ে পড়াশোনা শুরু করেন রিচার্ড। এরপর ভর্তি হন ওহিও ইউনিভার্সিটিতে। এ সময় হঠাৎই সাইকেলে করে আলাস্কা ঘুরতে চলে যান রিচার্ড। সাইকেল চালানোর লোভেই নাকি শেষ বর্ষে এসে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান ম্যাকগাইভার তারকা। এরপর সামুদ্রিক প্রাণীদের সার্কাস, থিয়েটার থেকে শুরু করে রাস্তায় জাদু দেখানোর কাজও করেছেন তিনি। অনেকটা সময় এখানে-সেখানে ঘুরে শেষ পর্যন্ত ২৬ বছর বয়সে অভিনয়ে নিয়মিত হন। ৩৫ বছর বয়সে ম্যাকগাইভার সিরিজে অ্যাঙ্গাস ম্যাকগাইভার চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পান রিচার্ড।
হলিউড ডট কম অবলম্বনে।