স্কুল পালিয়ে লেখক

পাওলো কোয়েলহো
পাওলো কোয়েলহো

দ্য আলকেমিস্ট-এর লেখক পাওলো কোয়েলহো। ব্রাজিলের খুব সাধারণ একটি পরিবারে ১৯৪৭ সালে তাঁর জন্ম। বাবা প্রকৌশলী ছিলেন বলেই প্রকৌশলী হওয়ার চাপ ছিল তাঁর ওপর। শৈশব-কৈশোরে স্কুলে কখনোই তেমন আগ্রহ পাননি। মা ভাবতেন, ছেলে পাওলো কোনো একধরনের মানসিক রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য কয়েকবার মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তিও করা হয়েছিল তাঁকে। এভাবে নানা সংকটের মধ্য দিয়ে কেটেছে শৈশব, কৈশোর। শেষ পর্যন্ত মা-বাবার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে ভর্তি হন একটি ল স্কুলে। আইন পেশা তখন ব্রাজিলে মোটামুটি জনপ্রিয় ছিল। আইনজীবী হওয়ার পথে শুরুটাও ভালোভাবেই করেছিলেন পাওলো। কিন্তু এক বছর পড়াশোনার পর আগ্রহ হারিয়ে ফেলেন তিনি। ক্লাস কিংবা বন্ধুবান্ধব, কোনোটাই তাঁকে টানত না। অবসাদের জীবনকে বদলে ফেলার আগ্রহে ঘুরে বেড়ানোর নেশা তৈরি হয় পাওলোর মধ্যে। স্কুলের পড়াশোনাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি। হুট করেই একদিন কাউকে না বলে দক্ষিণ আমেরিকা, মেক্সিকো, আফ্রিকা আর ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েন। স্কুলকে বিদায় জানিয়ে হিপ্পিদের মতো যাযাবর জীবন শুরু করেন তিনি। এরপর ১৯৮৭ সালে দ্য আলকেমিস্ট বইটি লিখে সারা দুনিয়াকে চমকে দেন স্কুল পালানো পাওলো কোয়েলহো।

বায়োগ্রাফি অবলম্বনে