লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি ক্যাবচালক অ্যাসোসিয়েশনের ঈদপুনর্মিলনী

অনুষ্ঠানে প্রধান অতিথি লুতফুর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথি লুতফুর রহমান

পূর্ব লন্ডনের ওয়াটার লিলি ব্যাংকুয়েটিং হলে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ-বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র লুতফুর রহমান।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাস উপেক্ষা করে অনুষ্ঠানে সপরিবারে যোগ দেন সংগঠনের সদস্যরা। এ ছাড়া আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্ব। তাঁরাও অনেকে সপরিবারে যোগ দেন।

নবনির্বাচিত কার্যকরী কমিটি
নবনির্বাচিত কার্যকরী কমিটি

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ১২ সদস্যের নতুন কার্যকরী কমিটিকে অতিথিদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর প্রধান অতিথি লুতফুর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমার অনেক বন্ধুবান্ধব ও আত্মীয় মিনিক্যাব চালিয়ে থাকেন। তাঁরা পরিশ্রম ও সৎ উপায়ে আয় করে পরিবার-পরিজন লালনপালনের পাশাপাশি কর পরিশোধের মাধ্যমে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছেন। অনেকে দেশে আত্মীয়স্বজনকেও দেখাশোনা করেন। একজন বাংলাদেশি হিসেবে এ জন্য আমি গর্ব বোধ করছি।’
তাঁর বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য দেন আতিকুর রহমান। এর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন সালমা আখতার, মহিউদ্দিন জিলু, শম্পা দেওয়ান, মিতু প্রমুখ। অতিথিরা তাঁদের গান আনন্দ ও উৎসাহ নিয়ে উপভোগ করেন। শেষ পর্যায়ে ছিল নৈশভোজ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন নাজমা ঝুমা ও সাজিয়া স্নিগ্ধা। বিজ্ঞপ্তি৷