জননিরাপত্তা গুরুত্বহীন থাকায় দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি হয়: ফখরুল

বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জননিরাপত্তার বিষয় গুরুত্বহীন থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যায়। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ বিবৃতিটি পাঠিয়েছেন।

আজ সোমবার সকাল নয়টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মির্জা ফখরুল শোকবার্তায় বলেন, ‘৩০ জনের নির্মম মৃত্যুর খবরে আমি খুবই বেদনাহত হয়েছি। আমরা এখনো জানতে পারিনি সর্বশেষ অবস্থা কী, কারণ, এখনো উদ্ধারকাজ চলছে। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার নিজেদের ক্ষমতা সামলাতে ব্যস্ত থাকার কারণে জননিরাপত্তার বিষয়টির প্রতি সব সময় গুরুত্বহীন থেকেছে। যে কারণে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার শিকার হয়ে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। পরিবহন সেক্টরে চরম নৈরাজ্য বিরাজ করছে। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকে না। আইনের যথাযথ প্রয়োগের অভাবে যানবাহনে যাত্রীদের জীবন-মরণের এখন কোনো গ্যারান্টি নেই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।