কড়াইল বস্তিতে খুন ‘মাটিতে ছটফট করছিল আমার ছেলে, ওরা হাসপাতালেও নিতে দিল না’
হোসপিয়ারা বেগম বলেন, ‘ওরা আমার মেজ ছেলে জুয়েলকে হত্যা করতে এসেছিল। জুয়েল তখন মসজিদে নামাজ পড়ছিল। ভাইয়ের ওপর হামলা হবে শুনে এগিয়ে আসে আল আমীন। এরপর সন্ত্রাসীরা আল আমীনকে কুপিয়ে জখম করে। পরে মসজিদের ...