Thank you for trying Sticky AMP!!

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার যাত্রা শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা গতকাল শনিবার যাত্রা শুরু করেছে। গতকাল নগরের শিববাড়ি মোড়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।
প্রতিষ্ঠানটিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থাপিত প্রথম বিশেষায়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দাবি করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি বিভাগ নিয়ে প্রাথমিকভাবে চালু হচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম চালু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান বলেন, সুশিক্ষিত জাতি ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন স্থানে মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের সুযোগ পাবেন। গবেষণার প্রসার ও তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে এ প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পঞ্চানন বিশ্বাস, মুহাম্মদ মিজানুর রহমান ও শেখ মো. নূরুল হক, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য আনোয়ারুল করীম প্রমুখ।