Thank you for trying Sticky AMP!!

২০১২ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের তথ্য

ভর্তির যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়/বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সাল অথবা তৎপূর্ব ৩ বছর মেয়াদি ডিগ্রি (পাস)/সম্মান পরীক্ষায় কমপক্ষে তৃতীয় বিভাগে একই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীরা ২০১২ সালের স্নাতকোত্তর প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন।
# ৩ বছর মেয়াদি অনার্স কোর্সে কমপক্ষে তৃতীয় শ্রেণী প্রাপ্ত/ চার বছর মেয়াদি অনার্স কোর্সে পাস ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য।
# ডিগ্রি (পাস)/সম্মান পরীক্ষায় উত্তীর্ণসহ ২০১১ সাল অথবা তৎপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স (৪০০ নম্বর-সংবলিত) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
# ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি ফাজিল পরীক্ষায় কমপক্ষে তৃতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।
বিষয়: বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
নিচের ৪৯টি কলেজে ২০১০ সালের মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশন করা যাবে:
১. ঢাকা কলেজ, ঢাকা। ২. ইডেন কলেজ, ঢাকা। ৩. সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। ৪. কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। ৫. ঢাকা সিটি কলেজ, ঢাকা। ৬. তেজগাঁও কলেজ, ঢাকা। ৭. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। ৮. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। ৯. শেখ বোরহানউদ্দিন কলেজ, ঢাকা। ১০. হাবীবুল্লাহ বাহার কলেজ, ঢাকা। ১১. সরকারি বাঙলা কলেজ, ঢাকা। ১২. সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা। ১৩. নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা। ১৪. আবুজর গিফারী কলেজ, ঢাকা। ১৫. বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, ঢাকা। ১৬. সরকারি নাজিমুদ্দিন কলেজ, মাদারীপুর। ১৭. সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল। ১৮. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। ১৯. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। ২০. টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। ২১. ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। ২২. আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ। ২৩. সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। ২৪. নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। ২৫. সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। ২৬. নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা। ২৭. সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। ২৮. রাজশাহী কলেজ, রাজশাহী। ২৯. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
৩০. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। ৩১. কারমাইকেল কলেজ, রংপুর। ৩২. নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী। ৩৩. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। ৩৪. সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। ৩৫. নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। ৩৬. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম। ৩৭. চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম। ৩৮. ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। ৩৯. এমসি কলেজ, সিলেট। ৪০. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। ৪১. হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম। ৪২. নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। ৪৩. সরকারি বি এম কলেজ, বরিশাল। ৪৪. বি এল কলেজ, খুলনা। ৪৫. এম এম কলেজ, যশোর। ৪৬. কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। ৪৭. লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। ৪৮. পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। ৪৯. আলহাজ মকবুল হোসেন কলেজ, ঢাকা।