Thank you for trying Sticky AMP!!

মানুষ এখন ফটোগ্রাফ চায় অটোগ্রাফ না

তাসনিয়া ফারিন

তারকার কাছে ভক্তের যত প্রশ্ন তা কি আর সবাই করার সুযোগ পায়? স্বপ্ন সবার পূরণ হয়? কারো কারো তো হয়ই। এবার যেমন হলো কক্সবাজারের কুতুবদিয়ার সাওরিন জান্নাতের। এই পাঠক তাঁর প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনকে কিছু প্রশ্ন করেছেন। আমরা সেই প্রশ্নের উত্তর জেনে নিয়েছি টেলিভিশন ও অনলাইনে বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেত্রীর কাছ থেকে। 

বিটিভিতে আপনার অভিনীত কাঙ্ক্ষিত প্রহর নাটকটি দেখার পরে আপনার ভক্ত হয়ে যাই। আপনি কার ভক্ত?

ফারিন: আমার মোশাররফ করিমের অভিনয় ভালো লাগে। আমি তাঁর বড় একজন ভক্ত বলতে পারেন। ছোটবেলা থেকে নাটক দেখা শুরুই করেছি মোশাররফ করিমের নাটক দেখে।

আপনার জন্মদিন কবে?

ফারিন: ৩০ জানুয়ারি।

আপনার অভিনীত প্রথম নাটক ও পরিচালকের নাম কী?

ফারিন: নাটক ছিল আমরা ফিরব কবে। পরিচালক শাফায়েত মনসুর রানা।

আপনি এখন কী নিয়ে পড়াশোনা করছেন?

ফারিন: আমি এখন বিবিএ পড়ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে।

অভিনয়জগতে আসার পেছনে কার অবদান আছে বলে মনে করেন?

ফারিন: আমার মা।

তাসনিয়া ফারিন

কেউ যদি আপনার অটোগ্রাফ চায়, আপনি কি অবাক হবেন?

ফারিন: অবশ্যই অবাক হব। কারণ মানুষ এখন ফটোগ্রাফ চায়, অটোগ্রাফ না। সেলফি তুলতে চায়।

এ পর্যন্ত কোন নাটকে বেশি সাড়া পেয়েছেন?

ফারিন: এক্স বয়ফ্রেন্ড।