ইসলাম শিক্ষা

হিলফুল ফুজুল গঠন করেন হজরত মুহাম্মদ (সা.)

সঠিক উত্তর লেখো  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। পূর্ব প্রকাশের পর আজ ‘সঠিক উত্তর লেখো’ প্রশ্নের উত্তর ছাপা হলো। অধ্যায়-৪১০। পবিত্র কোরআন মজিদের হিফাজতকারী কে? ক. ফেরেশতা খ. আল্লাহ তাআলা গ. নবী- রাসূল ঘ. মানুষ। ১১। পবিত্র কোরআন মজিদ কোথায় সংরক্ষিত আছে?ক. পৃথিবীতে খ. আকাশে গ. লাওহে মাহফুজে ঘ. আকাশের মাঝখানে। ১২। পবিত্র কোরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি?ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি।১৩। পবিত্র কোরআন মজিদ শুদ্ধ করে তিলাওয়াতের জন্য কী প্রয়োজন?ক. ব্যাকরণ খ. ইদগাম গ. গ্রামার ঘ. কিতাব।১৪। আরবি হরফ উচ্চারণের স্থানকে বলে?ক। তাজবিদ খ। মাখরাজ গ। ওয়াক্ফ ঘ। গুন্নাহ। ১৫। আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?ক। ১৮টি খ। ১৭টি গ। ১৬টি ঘ ১৯টি। অধ্যায়-৫১। হজরত আদম (আ.) কাদের চেয়ে শ্রেষ্ঠ?ক. ফেরেশতা খ. জিন গ. শয়তান ঘ. অন্য প্রাণী২। অত্যাচারে অতিষ্ঠ হয়ে হযরত নূহ (আ.) কার কাছে ফরিয়াদ করেছিলেন?ক. আল্লাহ তাআলার কাছে খ. পীরের কাছে গ. রাজা-বাদশাহর কাছে ঘ. জনগণের কাছে।৩। হজরত নূহ (আ.)-এর সময় তুফান কদিন পর থামল?ক. ৩০ দিন খ. ৩৫ দিন গ. ৪০ দিন ঘ. ৪৫ দিন৪। হজরত ইব্রাহিম (আ.) কোথায় জন্মগ্রহণ করেছিলেন?ক. মক্কায় খ. মদিনায় গ. মিসরে ঘ. ইরাকে৫। কাকে খলিলুল্লাহ বলা হয়?ক. হজরত ইব্রাহিম (আ.)-কে খ. হজরত ঈসা (আ.)-কে গ. হজরত মূসা (আ.)-কে ঘ. হজরত নূহ (আ.)-কে৬। কোন দেশের লোকে কন্যাসন্তান মাটিতে জীবন্ত পুঁতে রাখত?ক. আরবের লোক খ. ভারতের লোক গ. জাপানের লোক ঘ. ইরানের লোক৭। মহানবী (সা.)-এর কত বছর বয়সে তাঁর মা মারা যান?ক. সাত বছর বয়সে খ. ছয় বছর বয়সে গ. পাঁচ বছর বয়সে ঘ. আট বছর বয়সে৮। আল-আমিন কাকে বলা হতো?ক. হজরত মূসা (আ.)-কে খ. হজরত নুহ (আ.)-কে গ. হজরত মুহাম্মদ (সা.)-কে ঘ. হজরত ঈসা (আ.)-কে৯। হজরত দাউদ (আ.) উপার্জিত অর্থ কয় ভাগে ভাগ করতেন?ক. দুই ভাগে খ. তিন ভাগে গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে১০। হজরত ঈসা (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?ক. ফিলিস্তিনে খ. ইরাকে গ. ইয়েমেনে ঘ. মক্কায়১১। হজরত ঈসা (আ.)-এর মায়ের নাম কী?ক. হজরত আয়েশা (রা.) খ. হজরত ফাতেমা (রা.) গ. হজরত মরিয়ম (আ.) ঘ. হজরত খাদিজা (রা.)১২। হিলফুল ফুজুল কে গঠন করেন?ক. হজরত ঈসা (আ.) খ. হজরত নুহ (আ.) গ. হজরত দাউদ (আ.) ঘ. হজরত মুহাম্মদ (সা.)# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৪: ১০। খ ১১। গ ১২। খ ১৩। খ ১৪। ক ১৫। খ। অধ্যায়-৫: ১। ক ২। ক ৩। গ ৪। ঘ ৫। ক ৬। ক ৭। খ ৮। গ ৯। খ ১০। ক ১১। গ ১২। ঘ।