ইউটিউবের প্রথম ভিডিও ছিল ‘মি অ্যাট দ্য জু’। ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাবেদ করিমকে ভিডিওতে হাতি সম্পর্কে কথা বলতে দেখা যায়।
শুরুতে একটি ‘ভিডিও ডেটিং প্ল্যাটফর্ম’ গড়ার পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছিল ইউটিউব। নাম দেওয়া হয়েছিল ‘টিউন ইন হুক আপ’।
২০০৬ সালে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে (প্রায় ১৯ হাজার ৪৫৫ কোটি টাকা) ইউটিউব কিনে নেয় গুগল।
ভিডিও দেওয়ার বিনিময়ে ইউটিউব ব্যবহারকারীদের টাকা দিতে শুরু করে ২০০৭ সালে। তখনই ভিডিও বানানোটা শখ থেকে পেশা হয়ে ওঠে।
ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওটির নাম বেবি শার্ক ড্যান্স। দেখা হয়েছে প্রায় দেড় হাজার কোটি বার।
২০২৩ সালের হিসাব অনুযায়ী, ইউটিউবে এক দিনে যতগুলো ভিডিও আপলোড হয়, সব দেখে শেষ করতে আপনার ৮২ বছর সময় লাগবে।
দ্য লোনলি আইল্যান্ডের ‘লেজি সানডে’ আর ওকে গো-র ‘হেয়ার ইট গোজ এগেইন’ মিউজিক ভিডিও দুটি প্রথম আমাদের ‘ভাইরাল’ ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।