১. সৌদি আরবে এসে আড়াই লাখ ইউরোর আকাশচুম্বী মাসিক বিলের হোটেলে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালে সেই হোটেল ছেড়ে ওঠেন ১ কোটি ৫ লাখ ইউরোর বিলাসবহুল এক বাড়িতে।
২. বলা হয়, সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কে এক ছাদের নিচে থাকার সংস্কৃতি শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দেশটিতে এ বিষয়ে কঠোর আইন থাকার পরও বিশেষ বিবেচনায় অনুমতি পেয়েছিলেন রোনালদো।
৩. বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে সৌদি প্রো লিগে খেলার চুক্তি করেন রোনালদো। ফলে ২০২৩ সালে পৃথিবীর সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হন তিনি।
৪. দীর্ঘসময় শরীরে ৭ শতাংশ চর্বি ধরে রেখে রোনালদো বিশ্বের অন্যতম ফিট ফুটবলার হিসেবে সুপরিচিত। মজার বিষয়, তাঁর বয়সী ফুটবলারদের শরীরে গড় চর্বি ১০ শতাংশের বেশি।
৫. রোনালদো ও জর্জিনার প্রেমকাহিনি শুরু হয় বৈশ্বিক ব্র্যান্ড গুচির শোরুমে। জর্জিনা তখন গুচির সহকারী বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
৬. জর্জিনা রদ্রিগেজের সাধারণ জীবন থেকে রোনালদোর জীবনসঙ্গী হওয়ার গল্প উঠে এসেছে নেটফ্লিক্স সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’য়।