ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে কিছু পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে যা দেখা হয়—
রোগী ৪৮ ঘণ্টা জ্বরবিহীন আছে কি না। রোগীর দুর্বলতা কমে আসছে কি না
পেটের অথবা বুকের পানি চলে গেছে তো?
খাওয়ায় রুচি ফিরে আসতে শুরু করেছে দেখলে বুঝতে হবে ছাড়পত্র মিলবে দ্রুত
রক্তচাপ স্বাভাবিক আছে। প্রস্রাবের পরিমাণও স্বাভাবিক
রক্তপাত বন্ধ হয়েছে। পেটব্যথা ভালো হয়েছে। রক্তের বিভিন্ন অস্বাভাবিকতা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাহলে এবার ছুটি।