ঘরে কিছু পন্থা অবলম্বন করেও খুশকি থেকে মুক্তি পাওয়া যায়।
রাতে এক টেবিল চামচ করে মেথি ও মৌরি ভিজিয়ে পরদিন সেটার পেস্ট বানিয়ে গোসলের ৩০ থেকে ৪০ মিনিট আগে চুলে লাগিয়ে রাখুন।
তিন টেবিল চামচ মধুর ভেতর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে প্রয়োগ করলে খুশকি দূর হয়।
থেঁতলে পেঁয়াজের রস বের করে তুলার সাহায্যে লাগাতে পারেন।
অ্যালোভেরার ভেতরের অংশটুকু বের করে মাথার ত্বকে লাগিয়ে ধীরে ধীরে মালিশ করে নিন।
শ্যাম্পুর সঙ্গে লেবুর রস মিশিয়ে নিলে খুশকি অনেকটাই কমিয়ে আনা যাবে