কিছু প্রাকৃতিক উপাদান অকালে চুল পেকে যাওয়া রোধ করতে পারে, পাশাপাশি ফিরিয়ে আনতে পারে চুলের স্বাভাবিক রং।
আমলকী পাউডার ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে প্রতি সপ্তাহে মাথার তালুতে মালিশ করুন। এতে আপনার চুলের প্রকৃত রং আবার ফিরে আসবে, চুলের গোড়া হবে শক্ত।
রং চা তৈরি করুন। ঠান্ডা করুন। চুল ধোয়ার জন্য নিয়মিত ঠান্ডা রং চা ব্যবহার করুন। এতে চুলের আসল রং ফিরবে, উজ্জ্বলতা বাড়বে।
মেহেদির গুঁড়ার সঙ্গে কফি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগালে ধীরে ধীরে সাদা চুল ঢাকা পড়বে এবং চুলের রুক্ষতা দূর হবে।
পেঁয়াজের রস ও এক চা–চামচ মধু একসঙ্গে ব্লেন্ড করে মাথার তালুতে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে মেলানিনের উৎপাদন বাড়বে এবং কমবে চুল পেকে যাওয়ার গতি।
কারি পাতার সঙ্গে টক দই মিশিয়ে বেটে পেস্ট তৈরি করুন। প্রতি সপ্তাহে এই মাস্ক চুলে লাগান। এতে হেয়ার ফলিকলগুলো পরিপুষ্ট হবে, চুলের রং কালো হবে।
মেথি ভিজিয়ে রেখে বেটে নিন। মেথির পেস্ট মাথার তালুতে লাগান। এতে চুলের গোড়া মজবুত হয়, মেলানিনের উৎপাদন বাড়ে।
আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় এক চামচ কালো তিল যোগ করলে শরীরে জিঙ্ক ও কপারের পরিমাণ বাড়বে। এ দুটি উপাদান চুলের স্বাভাবিক রং ধরে রাখতে খুবই উপকারী।
নারকেলের দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার তালুতে লাগান। মিশ্রণটি চুলে পুষ্টি জোগাবে এবং চুল পেকে যাওয়া কমাবে। (লেখা: আলিয়া রিফাত, সূত্র: হেলথলাইন)