>

আম দিয়ে কখনো রূপচর্চা করেছেন?

জীবনযাপন ডেস্ক

শুধু পুষ্টিগুণ আর স্বাদেই নয়, ত্বকচর্চায়ও  আমের গুরুত্ব অপরিসীম

শুষ্ক ত্বকের জন্য এক টেবিল চামচ আমের ক্বাথ নিন।

সঙ্গে দুই চা–চামচ বেসন ও কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগান।

১৫ থেকে ২০ মিনিট অপেক্ষার পর ভালো ফল পেতে পানিতে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করতে হবে।