>

ওয়ান শোল্ডার টপে ভাবনা, দেখুন ৫টি ছবি

জীবনযাপন ডেস্ক

আজ ৪ নভেম্বর ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ভাবনা জানালেন, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে এই আউটফিট বেছে নিয়েছেন তিনি।

পোশাকটি শানায়া কট্যুরের

পোশাকের সঙ্গে মিলিয়ে নিজের সংগ্রহের হালকা জুয়েলারি বেছে নিয়েছেন

ছবিগুলো ফেসবুকে পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘আমি ঝুঁকি নিতে জানি ও স্বপ্নে বিশ্বাস করি।’