>

দাওয়াতে সাজ কেমন হবে, দেখালেন বুবলী

রয়া মুনতাসীর

কালো রঙের শাড়িটি যেন বৃষ্টি আসার আগমুহূর্তের আকাশ। মসলিনের ওপর সোনালি জরির কাজ দাওয়াতের আমেজ তুলে ধরেছে।

চুল এখানে খোঁপা করা। রাতের বেলা হলেও সাজে প্রাধান্য পেয়েছে স্বল্প মেকআপ।

শাড়ির কাজের সঙ্গে মিলিয়ে সোনালি রঙের গয়না বেছে নেওয়া হয়েছে।

নীল রঙের জামদানিটি মনে করিয়ে দেয় বৃষ্টির কথা। হল্টারনেক ব্লাউজে আরাম ও স্টাইল—দুই–ই পাওয়া যাবে।

ব্লো ড্রাই করে চুল খোলা রাখা হয়েছে। হালকা নকশার রুপার অলংকারে সাজ হয়েছে সম্পূর্ণ।

মেকআপের বেজ একদম হালকা।

লিপস্টিক, আইশ্যাডো, চোখের নিচের কাজল এমনকি ব্লাশ অনে হালকা গোলাপি ও বাঙ্গি রঙের ছোঁয়া আছে।