>

যেভাবে পুরোনো, ফেলনা, কম দামি জিনিসে সাজানো হয়েছে বাসাটি

জীবনযাপন ডেস্ক

পুরোনো ভাঙা চেয়ারকে জোড়া লাগানো হয়েছে।

এবার সাদা রং করে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে

নিউমার্কেট থেকে আয়না কিনে বাড়ির সদস্যরাই করেছেন রং

এই ক্যাবিনেটও পুরোনো, এই বাড়ির মানুষেরা রিসাইকেল করতে ভালোবাসেন।

আসবাবে পেইন্টিং পুরোনোকে নতুনের রূপ দিয়েছে

ভ্যানের পর্দা, ভ্যানের চাদর

আয়নার ব্যবহার আছে পুরো বাসাতেই

দামি চেয়ার বা সোফা নয়, পুরো বাসাতেই আছে বেঞ্চের ব্যবহার।

এই পর্দা ও চাদরগুলো ভ্যান থেকে কেনা