খাবার ঘরের আয়োজন মানেই যে চারপাশে গৎবাঁধা কয়েকটা চেয়ার আর মাঝখানে একটা টেবিল, সেই ধারণা এখন আর নেই।
চাইলে এই ঘরেও তৈরি করা যায় আলাদা রকমের আয়েশ।
খাবার টেবিল বড় হলে সব দিকেই চেয়ার রাখতে হবে, এমন কোনো নিয়ম নেই
খাবার টেবিলে আরামদায়ক ও উষ্ণ আলোর ব্যবস্থা রাখতে পারেন।
বাসন কোসনেও রাখতে পারেন বৈচিত্র্য।
খাবার ঘরের নানা জায়গায় ছোটখাটো গাছ রাখতে পারেন। দেয়ালে ঝোলানো যায়, এমন গাছও বেছে নিতে পারেন