হঠাৎ তাঁকে নিয়ে আলোচনা টলিউডে। সালমান খানের হাত ধরে নাকি বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই তারকা–সন্তানের।
বাংলা সিনেমায় অবশ্য তাঁর অভিষেক হয়েছে আরও ৭ বছর আগে। বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সেই সিনেমায় (উমা) নাম ভূমিকায় অভিনয় করেন।
তিনি টলিউড–বলিউডের নামকরা অভিনেতা যীশু সেনগুপ্তের কন্যা সারা।
পুরো নাম সারা সেনগুপ্ত। সারার মা জনপ্রিয় প্রযোজক নীলাঞ্জনা। গুঞ্জন আছে, যীশু–নীলাঞ্জনা এখন আলাদা থাকছেন।
আর মা–বাবার দাম্পত্যের টানাপোড়েনে সারা আছেন মায়ের দলে। বাবাকে ছেড়ে সারা ও তাঁর ছোট বোন জারা মায়ের সঙ্গেই থাকছেন।
২০ বছরের সারা এরই মধ্যে মুম্বাই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে শুরু করেছেন।
দেশি ও আন্তর্জাতিক অনেক ব্র্যান্ডের হয়ে ফ্যাশন ফটোশুট করে ফেলেছেন সারা।
বিশ্বখ্যাত ব্র্যান্ড ডিওরের ‘ফল ২০২৩’ কালেকশনের রানওয়েতেও হেঁটেছেন সারা।
সম্প্রতি তাঁকে দেখা যায় ল্যাকমে ফ্যাশন ইউকের মঞ্চে। তা–ও আবার ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে। যাঁর পোশাক পরে গত সপ্তাহে ইশা আম্বানি গিয়েছিলেন মেট গালায়।
পশ্চিমবঙ্গ ছেড়ে মডেলিং ক্যারিয়ার গড়তে মুম্বাইতেই মনোযোগ দিয়েছেন সারা।
নিয়মিত নিজের নানা পোশাক ও সাজের ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে।
এরই মধ্যে তাঁকে নিয়ে যে বলিউড অভিষেকের গুঞ্জন উঠেছে, সেটাও খোলাসা করেছেন সারা সামাজিক যোগাযোগমাধ্যমে।
একটি পোস্ট দিয়ে সারা জানিয়েছেন, এই গুজব কোথা থেকে ছড়িয়েছে, তিনি জানেন না।
তবে অভিনয়ের প্রতি তাঁর যে দুর্বলতা আছে, সেটাও স্বীকার করেছেন সেই পোস্টে।
এরপর বলেছেন, ‘আপাতত মডেলিং নিয়েই ভালো আছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে