>

জেফ বেজোসের সবচেয়ে দামী সম্পদগুলো দেখে নিন

জীবনযাপন ডেস্ক

জেফ বেজোস বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী। ইলন মাস্কের পরই তাঁর অবস্থান। ২০২৫ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ২৩৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

জেফ বেজোস বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং, অনলাইন অ্যাডভারটাইজিং, ডিজিটাল স্ট্রিমিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও। এই প্রতিষ্ঠানের শেয়ারমূল্য ছাড়িয়ে গেছে ১৮০ বিলিয়ন ডলার।

মার্কিন স্পেস টেকনোলজি কোম্পানি ব্লু অরিজিন। এই প্রতিষ্ঠানের রকেটে চড়েই তাঁর প্রেমিকা লরেন সানচেস ৫ নারী সঙ্গীসহ ঘুরে এলেন মহাকাশ।

এই লাক্সারি কাস্টম সুপার ইয়টে চড়েই বাগদান সেরেছেন ৬১ বছর বয়সী জেফ ও ৫৫ বছর বয়সী লরেন।

বেজোসের মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট পত্রিকার মূল্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার।

তাঁর ২১২ ফিফথ অ্যাভিনিউ মেগাম্যানশনের দাম ১৬৫ মিলিয়ন ডলার।

১৩০ মিলিয়ন ডলার মূল্যের দুটি প্রাইভেট জেট আছে বেজোসের।

মেডিনা লেকপয়েন্ট এস্টেটের দাম ১১৮ মিলিয়ন ডলার।

বিশ্বের সবচেয়ে উন্নতমানের লাক্সারি কারের মধ্যে অন্যতম সুইডিশ কুনিগসিগ সিসিএক্সআর মডেলের ট্রেভিটা স্পোর্টস কার আছে জেফ বেজোসের সংগ্রহে। এর দাম ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার।

আছে সাড়ে ৩ মিলিয়ন ডলার মূল্যের একটি ফেরারি পিনিনফারিনা সার্জিও। সারা বিশ্বে এই গাড়ি আছে মাত্র ৬টি।