জীবনযাপন ডেস্ক
এ জন্য টক দই লাগবে ২ কাপ
চিনি দিয়ে বানানাে শিরা ১ কাপ
গোলাপজল ২ চা-চামচ ও বরফকুচি ইচ্ছেমতো।
হাঁড়িতে দই ও চিনির শিরা ডালঘুঁটনি দিয়ে ১৫-২০ মিনিট ঘুঁটে গোলাপজল মেশান
গ্লাসে ঢেলে বরফকুঁচি দিয়ে পরিবেশন করুন, রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ