>

এই সময়ের ভাইরাল খাবার, খেয়েছেন?

জীবনযাপন ডেস্ক

কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা, মিরপুরের যে খাবারের দোকানের লাইন কখনো এক শ ছাড়িয়ে যায়।

বনরুটির ওপর মধু ব্রাশ করে চুলায় পোড়াতেই বদলে যায় রুটির ঘ্রাণ আর স্বাদ।

রুটির মতো এখানে চায়েরও আছে আলাদা বিশেষত্ব

ডিসকোন আইসক্রিম এ সময়ের অন্যতম ভাইরাল খাবার।

ঝুরা পরোটার সঙ্গে কষা মাংস, ভাইরাল এই খাবার খেতে এখন অনেকেই ছুটছেন মিরপুর ১০–এর দেশি আহার রেস্তোরাঁয়।

বৃষ্টির দিন খিচুড়ি না হলে জমে?

প্রিমিয়াম সুইটস, অষ্টব্যঞ্জন, বাঙালিয়ানা ভোজের খিচুড়ি তো বিখ্যাতই, রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে এই ল্যাটকা খিচুড়ির দোকান।