অবশেষে ককটেল পার্টিতে বলিউডের নতুন ‘মিসেস’ শোভিতা ধুলিপালার পরনে দেখা মিলল পশ্চিমা গাউন।
এর আগে বিয়ের সব আয়োজনে শোভিতা দেখা দিয়েছেন দক্ষিণ ভারতীয় পোশাক ও গয়নায়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ককটেল পার্টিতে শোভিতার দেখা মিলল সান্ধ্য গাউনে। ভাস্কর্য থেকে অনুপ্রাণিত সোনালি গাউনটিতে আছে অনেক কুঁচি। নকশা করেছেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি।
গলায় নেকপিস আর হাতের ক্লচটিও তরুণ তাহিলিয়ানির নকশা করা।
ভারতীয় ও পশ্চিমা—দুই ধরনের পোশাকেই আবেদনময়ী লুকের জন্য নামডাক আছে শোভিতার।
এদিকে সম্প্রতি ‘দ্য রানা দাগুবাতি’ শোতে গিয়ে শোভিতার জীবনসঙ্গী নাগা চৈতন্য জানিয়েছেন, তিনি দুই সন্তানের বাবা হতে চান আর চান একটা সুখী পরিবার। সাবেক স্ত্রী সামান্থার সঙ্গে নাকি বিবাহিত জীবনে সুখী ছিলেন না নাগা।
অন্যদিকে নাগার সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছেন, ২০২৫ সালে তিনি একজন বিশ্বস্ত জীবনসঙ্গী চান।
বলিউড পাড়ায় গসিপ আছে, নাগা চৈতন্য সামান্থার সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকা অবস্থাতেই শোভিতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
সামান্থার বক্তব্যও সেটাই ইঙ্গিত করে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে, সূত্র: বলিউড লাইফ ও হিন্দুস্তান টাইমস