ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদে মে মাসের শুরু থেকেই জড়ো হতে শুরু করে বিভিন্ন দেশের সুন্দরীরা।
কারণ, সেখানে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭২তম আসর। ছবিতে পোল্যান্ড, ইকুয়েডর ও কানাডার খেতাবজয়ী তিন সুন্দরী।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আকলিমা আতিকা কনিকা। শেষ মুহূর্তে তিনি প্রবেশ করেন বিশ্বসুন্দরীর ভেন্যুতে।
ওয়ার্ল্ড ডিজাইনার অ্যাওয়ার্ড ফ্যাশন শুটে আকলিমাকে দেখা যায় দেশের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড জুরহেমের মিডনাইট ব্লু স্লিভলেস গাউনে।
প্রতিযোগিতার মঞ্চে মিস আর্জেন্টিনা
এরই মধ্যে আয়োজকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেছেন মিস ইংল্যান্ড।
সুন্দরীদের মন্দির পরিদর্শনের আগে পা ধোয়া নিয়েও বিতর্ক হয়েছে। অভিযোগ, সুন্দরীদের পা ধোয়াতে এই সময় স্থানীয় কিছু তরুণীকে ব্যবহার করা হয়েছে। সেসব ছবি পরে সরিয়ে নেওয়া হয়।
একদিন স্থানীয় বাজার পরিদর্শনেও বেরিয়েছিলেন সুন্দরীরা।
শরীরচর্চা, যোগাসনের মতো নানা রকম পর্বে অংশ নিতে হচ্ছে তাঁদের।
প্রতিদিন নানা রকম দর্শনীয় স্থানেও নিয়ে যাওয়া হয় বিভিন্ন দেশ থেকে আসা সুন্দরীদের।
নানা রকম খেলাধুলায়ও অংশ নিতে হচ্ছে তাঁদের।
‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে বিশেষভাবে যাচাই করা হয় সুন্দরীদের। ছবিতে বাংলাদেশের প্রতিযোগী আকলিমা।
‘টপ মডেল’ পর্বে গ্রুপ থেকে বিজয়ী হয়ে ভারতের সুন্দরী পৌঁছে গেছেন সেমিফাইনালে।
ছবিতে ‘বিউটি উইথ আ পারপাস’–এর চার বিজয়ী। তাঁরাও পৌঁছে গেছেন সেমিফাইনালে।
৩১ মে প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। সেদিনই জানা যাবে, কার মাথায় উঠছে ৭২তম বিশ্বসুন্দরীর মুকুট।
ছবি: মিস ওয়ার্ল্ড–এর ফেসবুক পেজ