লাল শাড়িতে নকশার প্রচ্ছদের জন্য কনে সেজেছিলেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল
শাড়িতে জরির কাজ, সুনেরাহ্র গয়নায়ও দেখা যাচ্ছে রুপা ও পুঁতির প্রাধান্য
মিরপুরের বেনারসিতে আক্দের সাজে সুনেরাহ্.
হাতের লাল চুড়ি আর, সুনেরাহ্র মুখের মিষ্টি হাসি যেন মন জুড়িয়ে দেয়
ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে কনে সেজেছেন সুনেরাহ্
আক্দের দিনে কনেরা সুনেরাহ্র এই লুক বেছে নিতে পারেন