>

কানে এ কোন ভারতীয় মহারানী

জীবনযাপন ডেস্ক

অবশেষে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় বলিউড তারকা জাহ্নবী কাপুরের অভিষেক হয়েই গেল।

২০ মে ভারতীয় ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা একটি পোশাকে দেখা দিলেন জাহ্নবী কাপুর। সঙ্গে ছিল মুক্তার মালা। কানে ছোট্ট একটি হীরার টপ।

জাহ্নবী অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমাটির প্রিমিয়ার হলো ‘আ সাঁর্তে রিগা’ বিভাগে। এই সিনেমার অন্যতম প্রযোজক অস্কারজয়ী মার্কিন নির্মাতা মার্টিন স্করসেসি।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় জাহ্নবীর সঙ্গী হয়েছিলেন ‘হোমবাউন্ড’ সিনেমার পরিচালক নীরাজ ঘাইওয়ান ও সহ-অভিনেতা ঈশান খাট্টার।

পরিচালক নীরাজকে একাধিকবার লালগালিচায় জাহ্নবীর পোশাক ঠিক করে দিতে দেখা গেছে।

জাহ্নবীর লুকটি পছন্দ করেছেন ভক্ত থেকে ফ্যাশন সমালোচকেরাও।

এবার এখন পর্যন্ত বেশ কয়েকজন ভারতীয় তারকা হেঁটেছেন কানের লালগালিচায়। এর মধ্যে জাহ্নবীর ফ্যাশন নিয়েই প্রায় সবাই একমত হয়েছেন যে তাঁকে ভালো লাগছে।

পেঁয়াজ-গোলাপিরঙা লেহেঙ্গাটি তৈরি হয়েছে ভারতের বেনারসের স্থানীয় শিল্পীদের হাতে। টিস্যু-সিল্কের পুরো পোশাকটি হাতে তৈরি। ভাঁজের মাধ্যমে মোটিফগুলো ফুটিয়ে তোলা হয়েছে।

জাহ্নবী কাপুরের ছবি দেখে অনেকে বলছেন, ‘ভারতীয় মহারানী’। আর অনেকে বলছেন, ‘গোলাপি মৎস্যকন্যা’।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে একের পর এক হাঁটছেন ভারতীয় তারকারা। ‘লাপাতা লেডিস’খ্যাত নিতানশী গোয়েল চুলে বিনুনির সঙ্গে মুক্তার একটা অলংকার আটকে দিয়েছিলেন।

এই গয়নার সঙ্গে ঝুলে আছে বলিউডের আট কিংবদন্তি—ওয়াহিদা, মধুবালা, রেখা, বৈজয়ন্তীমালা, মীনা কুমারী, হেমা মালিনী, আশা পারেখ, শ্রীদেবী, নূতন ও নার্গিসের মুখ।

ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে