>

তিশার চুলে ছিল বিশেষ যেই সাজটি

নকশা প্রতিবেদক

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সেজে এসেছিলেন নিজস্বতায়। চুলে দিয়েছিলেন বিশেষ সাজ।

তিশার চুলের খোঁপার দুই পাশজুড়ে বসানো ছিল সাতটি তারা। চুলের খোঁপায় অন্য রকম কিছু করতেই এই সাজ।

মেকআপ ছিল একেবারেই হালকা। টেনে আইলাইনার দিয়েছেন চোখে আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। হাতে ছিল বিপরীত রঙের ব্যাগ।

শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে হাতে পরেছেন কাচের চুড়ি। লেস কেটে এই তারাগুলো বানানো হয়েছে।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মসলিনের শাড়ির পারজুড়ে ছিল সাদা কারচুপি নকশা। শাড়িটি ফ্যাশন হাউস আজোয়ার।।

ছবি: প্রথম আলো