ভারী ফ্রেমের চশমা যাঁরা পরেন, তাঁদের একটা আক্ষেপ থাকে চোখ সাজানো নিয়ে।
তাঁরা ভাবেন, আর বুঝি মনের মতো করে পোশাকের সঙ্গে মিলিয়ে চোখ সাজাতে পারবেন না। তবে রূপবিশষজ্ঞরা বলেন অন্য কথা।
চশমা পরে চোখ সাজানোর সময় নিজের ত্বকের যে রং, সেটা থেকে একটু গাঢ় রঙের শ্যাডো ব্যবহার করতে পারেন।
চোখের দুই কোনা একটু সুন্দর করে এঁকে মাসকারা লাগিয়ে নিলেই চোখে টানা ন্যুড লুক চলে আসে।
যাঁরা চশমা পরেন, তাঁরা চোখের নিচে কাজল দিলে ওপরে না দেওয়াই ভালো। আবার ওপরে লাইনার দিলে নিচে কাজল দেওয়া যাবে না।
চশমা পরলে চোখের ওপরে আইলাইনারই বেশি উপযোগী। একটু টেনে, কোনা বের করে দিলে চোখ দেখতে টানা টানা লাগবে।