>

২০১৪ থেকে ২০২৫, কতটা বদলালেন সাবিলা নূর?

জীবনযাপন ডেস্ক

২০১৪ সালে ঈদের পোশাক পরে প্রথমবারের মতো প্রথম আলোর ক্রোড়পত্র ‘নকশা’র মডেল হয়েছিলেন সাবিলা নূর

২০১৪ সালে প্রথম আলোর বিশেষ আয়োজন ‘বর্ণিল বৈশাখ’–এর ফটোশুটে তাসুনভা তিশা ও সাবিলা নূর

২০১৫ সালেও প্রথম আলোর বিশেষ আয়োজন ‘বর্ণিল বৈশাখ’–এর ফটোশুটে এসেছিলেন সাবিলা নূর

২০২০ সাল, করোনা মহামারির সময় সবাইকে সচেতন করতে প্রথম আলোর বিশেষ আয়োজন ‘বর্ণিল ভালো থাকুন’–এর প্রচ্ছদে এসেছিলেন সাবিলা

২০১৯ সালে ঈদের সাজে ‘নকশা’র প্রচ্ছদে সাবিলা

মিষ্টি হাসিতে মিষ্টি সাবিলা

ভিন্ন লুকে সাবিলা নূর

সম্প্রতি প্রথম আলোর বিশেষ ফটোশুটে সাবিলা নূর